পটুয়াখালী প্রতিনিধি ॥ শীতের প্রকোপে বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’। কুয়াকাটা প্রেসক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আছর নামাজের পর কুয়াকাটায় ‘মানবিক বক্স’ উদ্বোধনের মাধ্যমে এই উদ্যোগের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সাবেক আমির ও বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাতিঘরের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ প্রিন্স জানান, এই মানবিক বক্সের মূল লক্ষ্য হলো প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র বিনামূল্যে বিতরণ। কেউ চাইলে এখান থেকে নিজের প্রয়োজনীয় পোশাক নিতে পারবেন, আবার কেউ চাইলে নিজের অপ্রয়োজনীয় পোশাক এখানে রেখে যেতে পারবেন।
বাতিঘরের সভাপতি ইলিয়াস রেজা বলেন, সমাজের অসহায় মানুষদের জন্য বাতিঘর সবসময় কাজ করে যাচ্ছে। এই মানবিক বক্স তারই একটি ধারাবাহিক অংশ। আগামীতেও মানবতার সেবায় আরও কার্যক্রম হাতে নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, এটি একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি নিজেও মানবিক বক্সে শীতবস্ত্র দান করেন এবং সাধারণ মানুষকে এতে অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, এই মানবিক বক্স কুয়াকাটায় সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
