ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ১৭, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী স্মরণে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি প্রকাশ করেন।

বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। দেশের অন্যান্য জেলা ও মহানগরীতে অঙ্গ ও সহযোগী সংগঠনও আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করবে।

২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন।

রিজভী সংবাদ সম্মেলনে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের এই কর্মসূচি নেয়া হয়েছে।”

তিনি আরও জানান, জেলা ও মহানগরে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনও নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে। এই কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতির ত্যাগ ও অবদান স্মরণ করার পাশাপাশি নেতা-কর্মীদের মনোবল উজ্জীবিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।