ডেস্ক রিপোর্ট ॥ গুম-খুন ও নির্যাতনের বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে দেশ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “একটি দুঃসময় আমরা অতিক্রম করেছি, কিন্তু আজও অনেক সন্তান অপেক্ষায়—তার বাবা হঠাৎ দরজায় এসে কড়া নাড়বে।”
শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকেছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত রাজনীতিতে দল বিশ্বাস করে না। তিনি জানান, গুম-খুনের শিকার পরিবারগুলোর জন্য বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ স্মরণ রাখতে পারে।
নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত কর্মকাণ্ডের পরও বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। রাষ্ট্র কখনো শহীদ পরিবারগুলোর ত্যাগ ভুলে যেতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি কর্মসূচি স্থগিত করেছিল। তবে একটি মহল এটিকে দুর্বলতা হিসেবে দেখেছে, যা বাস্তবে বিএনপির ভদ্রতা ও দায়িত্বশীলতার প্রমাণ।
তিনি অভিযোগ করেন, এরপর থেকেই নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নানা কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরিবেশ তৈরির চেষ্টা করছে।
