ঢাকামঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া পাট গবেষণা ইনস্টিটিউটে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১০, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রের সামনে অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো. কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান।

পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার জানান, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।