ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।

প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে শিক্ষকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো.আলমগীর তালুকদার, প্রাক্তন শিক্ষক মো.আলাউদ্দিন, মো.কুদ্দুস খান, মো. নূর হোসেন ও অভিভাবক তানিয়া, আকরিমা, রিমা, স্কুলের প্রাক্তন ছাত্র মো.আসাদুল হক, মো.ইমরান চৌধুরী, মো,রিফাত প্রমূখ।

বক্তারা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব উল্লাহ ও সহকারী শিক্ষক মজিবর খলিফা’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য, উপজেলার চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩ সেপ্টেম্বর স্থানীয় সুমন তালুকদার বাদী হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।