ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মহিপুরে জেলেদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৩ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন। বুধবার (১১ অক্টোবর) শেষ বিকেলে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সম্পর্কে জেলেদের সচেতন করতে সভার আয়োজন করে কলাপাড়া উপজেলা প্রশাসন। সভায় মহিপুর -আলীপুরের দুই শতাধিক মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অংশ গ্রহণ করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম.রাকিবুল আহসান, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকন্দ, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন, আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চলনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

সভায় বক্তারা মৎস্য ব্যবসায়ী ও জেলেদের ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২দিন সমুদ্র ও নদী মোহনায় মাছ ধরা বন্ধ রাখার জন্য নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।