কলাপাড়া প্রতিনিধি: বৃহস্পতিবার রাত ১২টায় সমুদ্রে ২২ দিনের অবরোধ শেষ হয়েছে। শুক্রবার ভোরেই ইলিশ সহ অন্যান্য মাছে সয়লাব পটুয়াখালীর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র। মাত্র ৬ ঘন্টার ব্যবধানে ইলিশ বেচাকেনায় সরব হয়ে ওঠে মৎস্য বন্দর। এনিয়ে চলছে জেলে ও মৎস্যজীবিদের মাঝে কানাঘুষা। অবরোধ শেষ হবার কয়েক ঘন্টার মধ্যে বাজারে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে ঘাটে আসে অন্তত অর্ধশত ট্রলার।
নাম প্রকাশে অনুচ্ছুক মৎস্যজীবিরা জানান, এসব ট্রলার অবরোধ শেষ হওয়ার ১ সপ্তাহ আগেই রাতের আধারে গভীর সমুদ্রে ইলিশ শিকারে চলে যায়। অবরোধের সময়সীমা পার হবার সাথে সাথে রাতের আধারে গভীর সমুদ্র থেকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে নোঙ্গর করে। সকাল হতেই এসব মাছ ট্রলার থেকে উত্তোলন, কেনাবেচা এবং বাজারজাতের জন্য প্যাকেট করা হয়।
স্থানীয়দের প্রশ্ন রাতে অবরোধ শেষ, সকালে এত মাছ বাজারে এলো কিভাবে।
এসব বিষয়ে আলীপুর বন্দরের মৎস্য আড়তদার জলিল সহ একাধিক ব্যবসায়ীরা আগেভাগে গভীর সমুদ্রে মাছ শিকারে যাবার কথা স্বীকার করলেও তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়।
এ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তাও নিরব রয়েছে।