স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি। ফলে, এবাদতকে ছাড়াই এশিয়া কাপের মিশনে মাঠে নামতে হবে টাইগারদের।
যদিও এবাদতের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত এই পেসার।
এবাদতের বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এখনো স্পষ্ট করে বলা কঠিন। এখনো কোনো মেইল পায়নি। আগামীকাল জানিয়ে দেয়া হবে। তবে এবাদতের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে এবারের আসর। শ্রীলঙ্কার বিপক্ষে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। উভয় গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল নিয়ে হবে শিরোপা নির্ধারণী লড়াই।
এর আগে, ১৭ সদস্যের ঘোষিত দলে এবাদতসহ পেসার হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।