ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ ভালো ও পুণ্যের কাজ করতে পারে না: ছারছীনার পীর ছাহেব

নিজস্ব প্রতিবেদন
নভেম্বর ২৯, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেন- একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো পুণ্যের তথা নেক কাজের প্রচেষ্টা করা। পাপাচার ও অশ্লীলতাকে ঘৃণা করা। ভালো কাজের সুযোগ ও আগ্রহ থাকা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ভালো ও পুণ্যের কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন। নেক কাজ করতে হলে দরকার একটি পরিশুদ্ধ অন্তর যাকে বলা হয় ক্বলব। মানবদেহের প্রধান চালিকাশক্তি হলো অন্তর। তাকে যেদিকে পরিচালিত করে, তা সেদিকে পরিচালিত হয়। তাই আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ ভালো ও পুণ্যের কাজ করতে পারে না।

ছারছীনা দরবার শরীফের ১৩৪ তম মাহফিলের প্রথম দিন বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা লাখো লাখো মুসুল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

মাহফিলের ১ম দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল গফফার কাসেমী প্রমূখ।

আগামীকাল শনিবার মাহফিলের ২য় দিন। আগামী রবিবার বাদ জোহর তিনিদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।