ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তানজিদের দুর্দান্ত ফিফটিতে সিরিজ জয়ে স্বস্তি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ২, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের অঘোষিত ফাইনালে ব্যাট-বল দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে ৮ উইকেটে দুর্দান্ত জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই জয় বাংলাদেশকে আত্মবিশ্বাসী করেই পাঠাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, যা আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখে। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে আসে লড়াকু ৫৫ রানের ইনিংস। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ তিনি আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করেন। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন বড় ছক্কায়। অপরপ্রান্তে সাইফ হাসান ১৯ রান করে আউট হলে চাপ বাড়েনি। বরং চারে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পারভেজ হোসেন ইমন। তিনি ৩৩ রানে অপরাজিত থেকে বিজয় নিশ্চিত করেন।

অন্যদিকে লিটন দাস ব্যাট হাতে ব্যর্থ—মাত্র ৭ রানে আউট হন তিনি। তবে তার নেতৃত্বে দল মাঠে ইতিবাচক মানসিকতা ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে।

এর আগে আয়ারল্যান্ডের ইনিংস ধসিয়ে দেন বাংলাদেশের বোলাররা। রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে ৩টি করে উইকেট তুলে নেন। পুরো ম্যাচজুড়ে রিশাদের লেগস্পিন ও মুস্তাফিজের কাটার—এক কথায় বিধ্বংসী ছিল। তৌহিদ হৃদয়, শরিফুল ও সাকিবরা বোলিংয়ে শৃঙ্খলা বজায় রাখেন, ফলে ১১৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে অধিনায়ক পল স্টার্লিংয়ের ব্যাট থেকে। তবে তিনি ইনিংসে একবার জীবন পেয়েও দলকে বড় স্কোরে নিতে পারেননি।

এ জয়ে সিরিজসহ বিশ্বকাপের মঞ্চে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি শক্তিশালী করলো বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।