ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঋণের চাপে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস নিলাম ২৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ পাকিস্তান সরকার তার রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রির জন্য নিলামে নিয়ে যাচ্ছে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, নিলামের পুরো প্রক্রিয়া পাকিস্তানের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

পিআইএ-এর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে, যা লোকসান কমানো এবং অর্থসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে। আইএমএফের ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির শর্ত অনুযায়ী এই উদ্যোগ পাকিস্তানের ২০ বছরের সবচেয়ে বড় বেসরকারিকরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিকভাবে চারটি বেসরকারি প্রতিষ্ঠান যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে। সেগুলো হলো—লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং এয়ার ব্লু লিমিটেড।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পিআইএ তার পুরনো খ্যাতি ফিরে পাবে এবং “গ্রেট পিপল টু ফ্লাই উইথ” স্লোগান পুনরায় প্রতিষ্ঠিত হবে।

পূর্বে পিআইএ বিক্রির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কারণ ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের বিড ন্যূনতম ৩০৫ মিলিয়ন ডলারের চেয়ে কম ছিল। এয়ারলাইনসটির ঋণ, কর্মীসংখ্যা এবং সীমিত নিয়ন্ত্রণ ক্ষমতা তখন উদ্বেগের কারণ ছিল।

পিআইএ চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে ফ্লাইট পুনরায় চালু করেছে। চার বছরের ইউরোপীয় নিষেধাজ্ঞা নিরাপত্তাজনিত কারণে আরোপিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।