নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলে প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টিএসসিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৩৯ জন ভোটারই ভোট দেন, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন নিদর্শন হিসেবে প্রশংসিত হচ্ছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী পাঁচজনের মধ্যে ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক আহমেদ পান ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে ভোট পান ১২৬ আরিফ হোসাইন শান্ত, আর তার প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ আর রাফির প্রাপ্ত ভোট ১০৩।
সাংগঠনিক সম্পাদক পদে বড় ব্যবধানে জয়ী হন মিজানুর রহমান—তিনি পান ১৬৮ ভোট, আর প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পান ৭১ ভোট।
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নিজাম উদ্দিন। তিনি বলেন, “আজকের নির্বাচন ছাত্ররাজনীতিতে স্বচ্ছতা ও গণতন্ত্রের নতুন বার্তা দিয়েছে। উদযাপনেও দায়িত্বশীলতা দেখাতে হবে নির্বাচিতদের।”
নির্বাচন সমন্বয়কারী রেজা শরীফ বলেন, “দীর্ঘদিন পর ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরে এসেছে। নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করি।”
২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম কমিটি গঠিত হয় ২০১৬ সালে, তবে তা ছিল মনোনীত। এবারই প্রথম সরাসরি ভোটে ছাত্রদলের কমিটি গঠিত হলো, যা বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
