ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর, দল থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ টানাপোড়েন ও বিভাজন নির্বাচনী রাজনৈতিক প্রেক্ষাপটে আলোড়ন সৃষ্টি করেছে। পটুয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান সোমবার (৮ ডিসেম্বর) পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনের পরই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া জানান, এই সিদ্ধান্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশনা এবং জেলা আমেলার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে।

বর্তমানে পটুয়াখালী-৪ আসনে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। তারা হলেন– বিএনপি মনোনীত এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামের আব্দুল কাইউম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুফতি মো. ওমর ফারুক শরীফ এবং বিদ্রোহী প্রার্থী মুফতি হাবিবুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি–এনসিপি ও গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থীতার বিষয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাবিবুর রহমানের বিদ্রোহী প্রার্থিতা দলীয় সমীকরণকে পরিবর্তন করতে পারে। বিশেষ করে যদি তিনি বড় রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হন, তবে পটুয়াখালী-৪ আসনে নতুন প্রতিযোগিতার সৃষ্টি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।