ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করার পর তা নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জনগণ তফসিল ঘোষণায় আশ্বস্ত; এতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন দেশের রাজনীতিতে বড় ঘটনা। নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের প্রত্যাশা। বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।
সিইসি তাঁর ভাষণে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। যাচাই–বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। আপিল গ্রহণের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং শুনানি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সিইসি আরও বলেন, “বিভিন্ন প্রেক্ষাপটে এবারের নির্বাচন জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের জন্য এ নির্বাচন বড় সুযোগ।”
