ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসির তফসিলে স্বস্তি দেখছে বিএনপি—ইতিবাচক প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করার পর তা নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জনগণ তফসিল ঘোষণায় আশ্বস্ত; এতে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন দেশের রাজনীতিতে বড় ঘটনা। নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই জনগণের প্রত্যাশা। বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক।”

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

সিইসি তাঁর ভাষণে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও আপিল প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ ডিসেম্বরের মধ্যে। যাচাই–বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। আপিল গ্রহণের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং শুনানি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সিইসি আরও বলেন, “বিভিন্ন প্রেক্ষাপটে এবারের নির্বাচন জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের জন্য এ নির্বাচন বড় সুযোগ।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।