ঢাকাবৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ও গণভোট নতুন ইতিহাস তৈরি করবে: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “এই তফসিল বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে অগ্রসর হচ্ছে, এই নির্বাচন সেই পথকে দৃঢ় করবে।”

ড. ইউনূসের মতে, নির্বাচন ও গণভোট গণমানুষের মতকে প্রাধান্য দেবে, নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে এবং জাতির সকল অংশগ্রহণকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। তিনি দেশের রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম ও সুশীল সমাজকে আহ্বান জানান, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন ও গণভোট নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করুন।

প্রধান উপদেষ্টা আশ্বাস দেন যে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে পালন করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এদিকে, সিইসি এএমএম নাসির উদ্দীন ঘোষণা করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সারাদেশে ভোট অনুষ্ঠিত হবে। এদিন ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলব—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।