ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন বানচাল অসম্ভব, কঠোর বার্তা দিল প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১২, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং তা বানচাল করার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কেউ যদি আইন হাতে তুলে নেয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে, তাকে কঠোরভাবে দমন করা হবে। যারা অনৈতিক দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।”

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারী পতিত দলের নেতারা নিজেরাই নির্বাচন থেকে সরে গেছে। তারা বলে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের নেতা–কর্মীরা রাইফেল পিস্তল নিয়ে তরুণদের খুন করছে।”

তিনি আরও বলেন, “তারা ভেবেছিল পূর্বের মতো ভয় দেখিয়ে আরও ১৫ বছর মানুষকে নিশ্চুপ রাখা যাবে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং তারা নিজেরাই নিজেদের মাঠের বাইরে ঠেলে দিয়েছে।”

তার এ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের এটি ছিল সবচেয়ে কঠোর বার্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।