ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোট প্রশ্নে ভারতের উপদেশ মানবে না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৭, ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মন্তব্য ও প্রতিক্রিয়ার জবাবে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে বাইরের কোনো নসিয়ত গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে পরোক্ষ উপদেশ দেওয়া হয়েছে। অথচ গত ১৫ বছরে দেশে যেসব নির্বাচন প্রহসনমূলক হয়েছে, সে সময় ভারত একটি শব্দও উচ্চারণ করেনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এমন নির্বাচনের পথে অগ্রসর হওয়ার মুহূর্তে প্রতিবেশী দেশের নসিয়ত অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তলবের পর দিল্লি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরা হয়। এতে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এর তিন দিনের মাথায় বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। ভারতীয় পক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

দুদেশের দূত তলব প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটি অস্বাভাবিক কিছু নয়। কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা ঘটে। আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি, তারাও আমাদের ডেকেছে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যিনি আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, তার এ ধরনের কর্মকাণ্ড অস্থিরতা সৃষ্টি করছে। এ অবস্থায় তার বক্তব্য বন্ধ বা তাকে ফেরত চাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।