আইপিএল ডেস্ক ॥ আইপিএল নিলামে পেসারদের দাপট ও চমকপ্রদ দর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিষিক্ত পেসারদের প্রথম সেটে মাথিশা পাথিরানাকে পেতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।
জ্যাকব ডাফি ২ কোটি ভিত্তিমূল্যেই বেঙ্গালুরুতে যোগ দেন। এনরিখ নরকিয়াকে ২ কোটিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।
স্পিনারদের অভিষিক্ত সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান অবিক্রিত থাকলেও রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেন ২ কোটিতে যোগ দেন চেন্নাই সুপার কিংসে।
নিলামের বড় চমক আসে অনভিষিক্ত পেসারদের সেটে। মাত্র ৩০ লাখ ভিত্তিমূল্যের প্রশান্ত বীর ও কার্তিক শর্মা—দুজনেই সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে সুযোগ পান।
অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে পাথুম নিশাঙ্কাকে ৭৫ লাখ ভিত্তিমূল্য থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, কলকাতার সঙ্গে লড়াই জিতে। এছাড়া জেসন হোল্ডার ৭ কোটিতে যোগ দেন গুজরাট টাইটান্সে।
