ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি ক্রিকেটে নতুন অধ্যায়, আইপিএল-এ মুস্তাফিজের রেকর্ড মূল্য

নিজস্ব প্রতিবেদন
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আইপিএল ডেস্ক ॥ আইপিএল নিলামে পেসারদের দাপট ও চমকপ্রদ দর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিষিক্ত পেসারদের প্রথম সেটে মাথিশা পাথিরানাকে পেতে লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে ত্রিমুখী লড়াই হয়। শেষ পর্যন্ত ১৮ কোটি রুপিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

জ্যাকব ডাফি ২ কোটি ভিত্তিমূল্যেই বেঙ্গালুরুতে যোগ দেন। এনরিখ নরকিয়াকে ২ কোটিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।

স্পিনারদের অভিষিক্ত সেটে রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান অবিক্রিত থাকলেও রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে নেয় রাজস্থান রয়্যালস। আকিল হোসেন ২ কোটিতে যোগ দেন চেন্নাই সুপার কিংসে।

নিলামের বড় চমক আসে অনভিষিক্ত পেসারদের সেটে। মাত্র ৩০ লাখ ভিত্তিমূল্যের প্রশান্ত বীর ও কার্তিক শর্মা—দুজনেই সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে সুযোগ পান।

অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে পাথুম নিশাঙ্কাকে ৭৫ লাখ ভিত্তিমূল্য থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, কলকাতার সঙ্গে লড়াই জিতে। এছাড়া জেসন হোল্ডার ৭ কোটিতে যোগ দেন গুজরাট টাইটান্সে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।