ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বিসিবির

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ ধরে শেষ পর্যন্ত ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিসিবি পরিচালকদের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার রাতে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে অধিকাংশ পরিচালকই তখন কঠোর কোনো সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরে সরকারের পক্ষ থেকে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পর বোর্ডের অবস্থান বদলায়। ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি তখন সর্বাগ্রে উঠে আসে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, ‘আমরা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করব। সেখানে আমাদের অবস্থান পরিষ্কারভাবে জানানো হবে।’ তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়।

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ নির্ধারিত ছিল। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এদিকে বিশ্বকাপ সামনে রেখে রোববার সকালেই লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তবে নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ম্যাচ সূচি ও ভেন্যু নিয়ে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।