ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় কৃষকের আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মপ্রাণ কৃষক এশার নামাজ চলাকালীন সেজদায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় তার জানাজা নামাজ শেষে তিমিরকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত আবুল হোসেন তালুকদার ৬৫ বছর বয়সী, পেশায় কৃষক এবং এলাকায় সৎ, শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন তিনি। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে বাজারে কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টায় এশার নামাজে অংশ নেয়ার সময় সেজদায় হঠাৎ করে মৃত্যুবরণ করেন। নামাজ শেষে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পান।

স্থানীয়দের মতে, আবুল হোসেন তালুকদার ছিলেন নিয়মিত নামাজ আদায়কারী ও এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র কৃষক। তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকমগ্ন হয়ে পড়ে। চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাঁর মৃত্যু করেছেন, এটি সৌভাগ্যের বিষয়।”

এশার নামাজে আকস্মিক মৃত্যুর ঘটনাকে অনেকেই ধর্মপ্রাণ মানুষের মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন। স্থানীয় মুসল্লি ও এলাকার মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।