ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

শুনানি শেষে বরিশালে নয় প্রার্থীর মনোনয়ন বহাল

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থগিত হওয়া মনোনয়নপত্র নিয়ে শুনানি শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এ সিদ্ধান্ত জানান।

শুনানির আগে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল আবেদন করেন। শুনানিতে প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য ব্যাখ্যা পর্যালোচনা করা হয়। সবদিক বিবেচনায় নিয়ে ১০টি স্থগিত মনোনয়নের মধ্যে ৯টি বৈধ ঘোষণা করা হয়।

বৈধ হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে রয়েছে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান। বরিশাল-২ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন পুনরায় বহাল করা হয়।

বরিশাল-৩ আসনে জাতীয় পার্টি ও বাসদের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে বরিশাল-৫ আসনে বাসদের ডা. মনিষা চক্রবর্তী এবং বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস নির্বাচনী দৌড়ে ফিরেছেন।

এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ১০ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। রোববারের সিদ্ধান্তে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন করে মনোনয়ন বহাল হওয়ায় বরিশালের নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।