নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থগিত হওয়া মনোনয়নপত্র নিয়ে শুনানি শেষে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন এ সিদ্ধান্ত জানান।
শুনানির আগে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল আবেদন করেন। শুনানিতে প্রার্থীদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র, আয়-ব্যয়ের হিসাব ও অন্যান্য ব্যাখ্যা পর্যালোচনা করা হয়। সবদিক বিবেচনায় নিয়ে ১০টি স্থগিত মনোনয়নের মধ্যে ৯টি বৈধ ঘোষণা করা হয়।
বৈধ হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে রয়েছে বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান। বরিশাল-২ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির মোট পাঁচজন প্রার্থীর মনোনয়ন পুনরায় বহাল করা হয়।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টি ও বাসদের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে বরিশাল-৫ আসনে বাসদের ডা. মনিষা চক্রবর্তী এবং বরিশাল-৬ আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস নির্বাচনী দৌড়ে ফিরেছেন।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার ও শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ১০ জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল। রোববারের সিদ্ধান্তে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন করে মনোনয়ন বহাল হওয়ায় বরিশালের নির্বাচনী মাঠে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
