ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সংযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৪, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়নি। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এই কেন্দ্রগুলিতে দ্রুত সংযোগের জন্য বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশ পাঠানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও প্রিজাইডিং কর্মকর্তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা আবশ্যক।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হবে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সকল কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন না হলে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই এই নির্দেশনা কার্যকর করা একটি জরুরি পদক্ষেপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।