ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাঠ্যবইয়ে পরিবর্তন: শেখ মুজিবের ভাষণ প্রত্যাহার, জুলাই আন্দােলন যুক্ত

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবই থেকেও বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। ২০২৫ সাল পর্যন্ত এই বইয়ে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শিরোনামে গদ্যাংশ হিসেবে ভাষণটি অন্তর্ভুক্ত ছিল।

নতুন সংশোধিত পাঠ্যবইয়ে ১২টি গদ্যের পরিবর্তে এবার ১১টি গদ্য রাখা হয়েছে। এর মধ্যে আর স্থান পায়নি ৭ মার্চের ভাষণ। একই ধরনের পরিবর্তন দেখা গেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির একাধিক পাঠ্যবইয়েও।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাঠ্যবইয়ে বিষয়বস্তু পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ায় শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত কিছু বিষয় পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়।

এদিকে নতুন পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনভিত্তিক পাঠ, যা সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তুলে ধরবে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের বর্তমান সময়ের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের সঙ্গে পরিচিত করতেই এ সংযোজন।

তবে পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ায় ইতিহাস বিকৃতির আশঙ্কা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ গবেষক ও একাংশ শিক্ষাবিদ। তাদের মতে, ৭ মার্চের ভাষণ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি স্বাধীনতা সংগ্রামের প্রেরণার অন্যতম ভিত্তি।

অন্যদিকে এনসিটিবি বলছে, এটি কোনো ব্যক্তি নয়, বরং পাঠ্যবইয়ের ভারসাম্য রক্ষার অংশ। সংশোধন প্রক্রিয়া এখনো চলমান এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও পরিমার্জন করা হবে।

তথ্যসূত্র: টিবিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।