ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

একইদিনে নির্বাচন-গণভোটে আইনি চ্যালেঞ্জ, আপিল শুরু

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৫, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। রিটে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে সংবিধান ও প্রচলিত নির্বাচন আইন পরিপন্থী দাবি করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি ভিন্ন সাংবিধানিক প্রক্রিয়া। একই দিনে উভয় আয়োজন করলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তফসিল স্থগিতসহ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।

এদিকে রিট দায়েরের দিন থেকেই রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দিনের মধ্যে কমিশনে আপিল করতে পারবেন।

আপিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে। আপিল গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৃথক ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তনের সুযোগ থাকবে।

শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখে নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।