ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাজুসের ঘোষণায় নতুন রেকর্ড সোনাবাজারে

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সোনার বাজারে নতুন করে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাজুস জানায়, বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২৭ জানুয়ারি এক দফা বড় অঙ্কে সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভালো মানের এক ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ায় সোনার বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৯৯৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ৭ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৩২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের রুপা ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৭৮২ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।