ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের আর্মাডা শক্তি প্রদর্শন, মহড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৮, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কয়েক দিনব্যাপী প্রস্তুতি মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নেতৃত্বে বড় নৌবহর মোতায়েন করা হয়েছে, যাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিশাল আর্মাডা’ হিসেবে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায়, মহড়ায় দ্রুত যুদ্ধবিমান মোতায়েন, সম্পদ ও জনবল বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে পরিচালনা এবং দীর্ঘ সময় যুদ্ধক্ষমতা ধরে রাখার সক্ষমতা যাচাই করা হবে। এতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে এবং বাহরাইনের সঙ্গে ড্রোন ভূপাতিত করার প্রতিরক্ষামূলক অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির অভিযোগের প্রেক্ষাপটে প্রয়োজনে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে। ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে, যদিও ইরান সরকার তিন হাজারের কিছু বেশি মৃত্যুর কথা বলছে। কিছু কর্মী গোষ্ঠী মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে।

সেন্টকম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনে কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছে। এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সুরক্ষা দিচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এফ-১৫ই স্ট্রাইক ঈগল স্কোয়াড্রন মোতায়েন করেছে এবং যুক্তরাজ্য টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছে।

ট্রাম্প বলেছেন, ইরান বহুবার যোগাযোগ করেছে এবং চুক্তি করতে আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেন, গণহত্যা বা গণফাঁসি হলে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে।

এই সামরিক তৎপরতায় কিছু আঞ্চলিক মিত্র অস্বস্তি প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা নিরপেক্ষ থাকবে এবং কোনো হামলায় তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না। যুক্তরাষ্ট্র বলেছে, সব কার্যক্রম স্বাগতিক দেশের অনুমোদন ও বেসামরিক–সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।