ডেস্ক রিপোর্ট ॥ প্রযুক্তি ও উদ্ভাবনের যুগে দাঁড়িয়ে বাংলাদেশকে জালিয়াতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে— এমন কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।
বিসিএফসিসিতে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বহু দেশ বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করে না। কারণ ভিসা, পাসপোর্ট ও বিভিন্ন সনদপত্র জাল করার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে।
ড. ইউনূস বলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রী তাকে জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের শিক্ষাগত সনদ ও অন্যান্য কাগজপত্রের বড় অংশ ভুয়া পাওয়া যায়। কেউ ডাক্তারের ভুয়া সনদ নিয়ে আসেন, কেউ ভুয়া ব্যাংক সার্টিফিকেট দেখান।
তিনি বলেন, “আমাদের ক্রিয়েটিভিটি আছে, কিন্তু তা খারাপ কাজে লাগাচ্ছি। এখন সময় এসেছে এই ক্রিয়েটিভিটিকে ভালো কাজে ব্যবহার করার।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, ইন্টারনেট বর্তমান প্রজন্মের প্রাণ। ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল, যার ফলেই একটি বড় সরকারের পতন ঘটে।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা এবং ভবিষ্যতেও তারাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। বর্তমান তরুণ প্রজন্ম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলেও মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতির কারখানা হবে না। আমরা নিজেদের গুণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
