আন্তর্জাতিক ডেস্ক ॥ ইরানের বিরুদ্ধে আরও বড় পরিসরের সামরিক অভিযানের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, আলোচনায় না ফিরলে ইরানের ওপর গতবারের চেয়েও ভয়াবহ হামলা চালানো হবে।
ট্রাম্প বলেন, ইরানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে হবে এবং পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা চিরতরে ত্যাগ করার চুক্তিতে সই করতে হবে। অন্যথায় তাদের সামনে অপেক্ষা করছে নজিরবিহীন ধ্বংস।
তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছিল। সেই হামলা ছিল ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে নেওয়া পদক্ষেপ। ট্রাম্প বলেন, ওই হামলা ছিল কেবল শুরু।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নেতৃত্বে একটি শক্তিশালী নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই নৌবহর ভেনেজুয়েলায় মোতায়েন বাহিনীর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী এবং দ্রুতগতিতে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, বাহিনীটি যেকোনো মুহূর্তে আক্রমণ চালানোর জন্য পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম।
ট্রাম্প আরও বলেন, তিনি এর আগেও ইরানকে সমাধানের সুযোগ দিয়েছেন, কিন্তু তেহরান তা গুরুত্ব না দেওয়ায় বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। এবারও যদি তারা একগুঁয়েমি বজায় রাখে, তবে এর পরিণাম হবে আরও ভয়াবহ।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি হলে তা সবার জন্যই কল্যাণকর হবে, তবে শর্ত একটাই—ইরান কখনোই পরমাণু অস্ত্র রাখতে পারবে না।
