ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে এবং পরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ৩ দিন

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দেশের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ জারি করেছে। নির্বাচনের দিন রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে।

ইসি নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূর্ববর্তী দিন ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটগ্রহণের দিন ২৪ ঘণ্টা পর্যন্ত চার ধরনের যানবাহন বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেলের চলাচল নির্বাচনের আগে ও পরে তিনদিনের জন্য নিষিদ্ধ। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, সংবাদপত্রের যানবাহন, ওষুধ ও চিকিৎসা সেবা, বিমানবন্দর যাত্রীগণ এবং নির্বাচনী প্রার্থীর গাড়ি চলাচল অনুমোদিত থাকবে।

জাতীয় মহাসড়ক, বন্দর এবং গুরুত্বপূর্ণ আন্তজেলা রাস্তায় এই বিধিনিষেধ শিথিল থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা স্থানীয় পরিস্থিতি বিবেচনায় আনুষঙ্গিক ব্যবস্থা নিতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ বিধিনিষেধের মাধ্যমে নির্বাচনের দিন ভোটারদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানজট ও দুর্ঘটনা কমানো সম্ভব হবে। এছাড়া প্রার্থীরা নির্দিষ্ট অনুমোদনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

নির্বাচন সংক্রান্ত সকল কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিধিনিষেধ কার্যকর করতে দায়িত্বপ্রাপ্ত থাকবে। এতে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।