ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারি ২০ থেকে অমর একুশে বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনের পরও অমর একুশে বইমেলা ২০২৬ যথাসময়ে আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলা একাডেমি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেলায় প্রকাশকদের জন্য সুখবর হিসেবে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আসন্ন রমজান মাস বিবেচনায় নিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই সিদ্ধান্তের নির্দেশনা দেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিষয়টি চূড়ান্ত হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মো. আবুল বাশার ফিরোজ শেখ বলেন, দেশের অস্থির অর্থনীতি ও বিক্রি কমে যাওয়ায় অনেক প্রকাশক ভাড়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে সহায়ক হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, প্রকাশকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভাড়া কমানো হয়েছে। দ্রুতই ভাড়ার নতুন কাঠামো জানানো হবে।

এদিকে ২৬২ জন প্রকাশকের একটি অংশ ঈদের পর বইমেলা আয়োজনের দাবি জানালেও কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। অধ্যাপক আজম বলেন, মেলা পেছানোর কোনো পরিকল্পনা নেই।

উল্লেখযোগ্য যে, একসময় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে মেলা আয়োজনের চিন্তা করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতে তা স্থগিত হয়। পরে নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণার পর ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২৫ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্টল নির্মাণ সম্পন্ন হবে।

পাঁচ শতাধিক প্রকাশনা সংস্থা ইতোমধ্যে অংশগ্রহণের জন্য আবেদন করেছে। নির্বাচনের উত্তাপ ও রমজানের চাপের মধ্যেও বইমেলার ঐতিহ্য বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।