ডেস্ক রিপোর্ট ॥ একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা না দেওয়ার পূর্বের সিদ্ধান্তে আংশিক পরিবর্তন এনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই দুই বছর আমানতকারীরা ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। পাশাপাশি চলতি বছর থেকেই ব্যাংকগুলোকে বাজারভিত্তিক মুনাফা কাঠামোতে যেতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি একীভূত ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রেই ৪ শতাংশ মুনাফা কার্যকর হবে। অন্যান্য আমানতের বিষয়ে পূর্বের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ১৪ জানুয়ারি জারি করা নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সব আমানতের মুনাফা শূন্য ধরা হবে। কেউ মুনাফা নিয়ে থাকলে তা ‘হেয়ারকাট’ হিসেবে মূল আমানতের সঙ্গে সমন্বয় করা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাংকিং খাতে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা দেয়।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আমানতের স্থিতি ধরে পুনরায় হিসাব করতে হবে। যেসব আমানতে নির্ধারিত সময়ের মধ্যে ৪ শতাংশের বেশি মুনাফা পরিশোধ করা হয়েছে, সে অতিরিক্ত অংশ ভবিষ্যৎ মুনাফার বিপরীতে কিস্তি আকারে সমন্বয় করতে হবে। এই সমন্বয়ের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংক নির্ধারণ করবে।
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ সিদ্ধান্তে আমানতকারীদের আস্থা আংশিকভাবে হলেও ফিরবে।
