ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইলিশ রক্ষায় হিজলা প্রশাসনের কড়া বার্তা, কারেন্ট জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৩১, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

হিজলা প্রতিনিধি ॥ মেঘনা নদীতে জাটকা নিধন ঠেকাতে বরিশালের হিজলা উপজেলায় দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে জাটকা ধরার অপরাধে চার জেলেকে জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

মৎস্য বিভাগ জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরার সময় চারজন জেলেকে হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে হিজলার খুন্না বাজার এলাকার রাজীব (২০) কে এক হাজার টাকা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর এলাকার মো. গনি (৩৫), মো. শাহিন (২৮) ও সুমন (৩০) কে পাঁচ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।

অভিযানে প্রায় চার লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর তীরে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বাড়বে এবং জেলেদের জীবনমান উন্নত হবে। এজন্য জাটকা নিধনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।