ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নুরের নির্বাচনী কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী মাঠে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজারে এ ঘটনা ঘটে।

গণ অধিকার পরিষদের নেতা মহিবুল্লাহ হাওলাদার জানান, দলের স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে কার্যালয়ে ঢুকে হামলা চালান।

তিনি দাবি করেন, ছাত্রদল নেতা রেজাউল গাজী, রাকিবুল ইসলাম জুয়েল ও আসাদুল জোমাদ্দারের নেতৃত্বে ৫০-৭০ জন লোক লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে ভাঙচুর করে।

হামলায় দশমিনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. মাসুদসহ সাত থেকে আটজন আহত হন।

অন্যদিকে আসাদুল ইসলাম পাল্টা দাবি করেন, ট্রাক প্রতীকের কর্মীরাই প্রথমে হামলা চালান।

পুলিশ জানায়, আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ওসি আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।