ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় জুয়েল তালুকদার নামে একজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি বড় আকার ধারণ করে এবং একপর্যায়ে বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালানো হয়।

ঘটনার পর কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার-টেবিলসহ আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পরিকল্পিত হামলা। তাদের ভাষ্যমতে, ভাণ্ডারিয়া এলাকা থেকে লোক এনে একটি ‘আওয়ামী চক্র’ বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে।

অন্যদিকে আহত জুয়েল তালুকদার দাবি করেন, ফয়সাল তালুকদার হামলাকারীদের উসকানি দিয়েছেন। তবে ফয়সালের বাবা ফারুক তালুকদার বলেন, তাদের পরিবার এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করেন, জুয়েল তালুকদার পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

এ বিষয়ে বাদশা তালুকদার বলেন, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না এবং নিরপেক্ষ তদন্ত চান।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার জানান, দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।