হিজলা প্রতিনিধি ॥ বরিশাল-৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় হিজলা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজিব আহসান তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হবে নাগরিক সেবা নিশ্চিত করা। হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট এলাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে চিকিৎসাসেবার মানোন্নয়ন, ডিজিটাল লাইব্রেরি, খেলার মাঠ, সরকারি উদ্যোগে ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু পার্ক নির্মাণ করা হবে।”
নদী ভাঙন ও পরিকল্পিত উন্নয়ন এলাকার প্রধান সমস্যা নদী ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অবৈধ ড্রেজার এবং অপরিকল্পিত বালু উত্তোলনই নদী ভাঙনের মূল কারণ। আমরা যা-ই করব,
তা হবে দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত। এছাড়া নৌ ও সড়কপথে আধুনিক ও বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে রাজিব আহসান বলেন, “রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হয়েছে, তাই আমরা প্রশাসনকেও ইতিবাচক পরিবর্তনের আওতায় দেখতে চাই। অপরাধী বা কোনো আসামিকে ছাড়িয়ে আনার মতো অনৈতিক কাজে বিএনপি অতীতেও জড়ায়নি, ভবিষ্যতেও জড়াবে না। তবে ন্যায়ের পক্ষে কাজ করতে আমরা প্রশাসনকে প্রয়োজনে চাপ দেব।” তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হতে হলে জাতীয় ও স্থানীয় পরিকল্পনার সমন্বয় প্রয়োজন। অন্যরা কেবল রাজনৈতিক বুলি আওড়ালেও মানুষের কল্যাণের কথা বলে না। মানুষ মাত্রই আমার- এই আদর্শ নিয়ে বিএনপি মানুষের পাশে থাকে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন। এছাড়াও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, হাওয়ানুর চৌধুরী, নায়েব নাজমুল হক, গিয়াস দেওয়ান, হিজলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিল্পকলা একাডেমি নির্মাণ, আধুনিক অডিটরিয়াম এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে কথা বলেন তিনি।
