ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোট শুধু নির্বাচন নয় ভবিষ্যৎ নির্ধারণ: ঝালকাঠিতে ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৩১, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ নিরপেক্ষতা, নিরাপত্তা ও জনগণের আস্থা—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শনিবার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন দেশের ভাবমূর্তি, রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি ভোট নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের বিষয়। তাই নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো আপোষ হবে না।” কমিশনের পর্যবেক্ষণে মাঠপর্যায়ে পরিস্থিতি ইতিবাচক বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো অভিযোগ উঠলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর পাহারা থাকবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহায়তা করা হবে এবং কোনো ধরনের জটলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। সেনাবাহিনীর টহল ও যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, ভোটকক্ষে কলম বহন নিষিদ্ধ থাকবে, শুধু পেন্সিল ব্যবহার করা যাবে। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা, মোবাইল আর্থিক লেনদেন পর্যবেক্ষণ, গোয়েন্দা নজরদারি ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় মানুষ আগ্রহের সঙ্গে নির্বাচন অপেক্ষা করছে। তাদের প্রত্যাশা পূরণ করাই কমিশনের লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।