ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মনোনয়ন যাচাই: বাতিল ৪, বিএনপি-জামাত প্রার্থীসহ স্থগিত ৮

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন—জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

অন্যদিকে দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে ভোটারদের সমর্থনের অঙ্গীকারনামা জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার খানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এছাড়া দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর মনোনয়ন স্থগিত করা হয়েছে। দলীয় সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির আরেক প্রার্থী মো. আজিমুল মাহমুদ জিয়াদের মনোনয়নও স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ সব বিষয় কঠোরভাবে যাচাই করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে স্থগিত প্রার্থীদের মনোনয়ন পুনরায় বিবেচনা করা হবে।

মনোনয়ন যাচাইয়ের এই সিদ্ধান্তে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এখন প্রার্থীদের আপিল ও সংশোধনের দিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।