ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধারে সহায়তাকারী প্রকৃত সন্ধানদাতাদের অস্ত্রের ধরন অনুযায়ী নগদ অর্থ প্রদান করা হবে। এলএমজি উদ্ধারে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা এবং চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। পিস্তল ও শটগান উদ্ধারে দেওয়া হবে ৫০ হাজার টাকা।
গোলাবারুদের ক্ষেত্রেও আলাদা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের তথ্য পেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারী ব্যক্তির পরিচয় ও নিরাপত্তা সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। তিনি নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তৎপরতা আরও জোরদার করার নির্দেশ দেন।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পুরস্কারভিত্তিক উদ্যোগ অবৈধ অস্ত্র উদ্ধার ত্বরান্বিত করবে এবং সাধারণ জনগণকে পুলিশি কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
