ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভারতে খেলবে কি বাংলাদেশ, বিশ্বকাপে তৈরি ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ক্রিকেটের সামনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার কেন্দ্রবিন্দু ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকি এবং আইসিসি-বিসিবির ভিন্ন বার্তা। সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকের পরও বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত পাওয়া যায়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর একটি সূত্র দাবি করেছে, ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইসিসি। এমনকি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে—না হলে পয়েন্ট হারানোর আশঙ্কার কথাও জানানো হয়েছে বলে সূত্রের ভাষ্য।

অন্যদিকে বিসিবি বলছে, এ ধরনের কোনো চূড়ান্ত বার্তা বা চাপ আইসিসি এখনো দেয়নি। বোর্ডের মতে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। বৈঠকের পর বিসিসিআই কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় ধোঁয়াশা আরও বেড়েছে।

এই সংকটের সূত্রপাত মূলত আইপিএল ইস্যু থেকে। ডিসেম্বরের নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। তবে পরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করলেও মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেননি।

সূত্র জানিয়েছে, আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পরই বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ে এবং বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জোরালো হয়।

বিশ্বকাপ শুরুর আর এক মাসেরও কম সময় বাকি। এই সময়েও আইসিসি ও বিসিবির অবস্থান স্পষ্ট না হওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।