ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন কটকস্থল, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে একটি পুরাতন আয়রন ব্রিজ ভেঙে পড়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গাছ বোঝাই ঠেলাগাড়ির চাপ সহ্য করতে না পেরে ব্রিজের একাংশ ভেঙে খালে পড়ে যাওয়ার পর থেকে এলাকাবাসী চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত আয়রন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সংস্কার না হওয়ায় ভারী বোঝা নিয়ে চলাচলের সময় ব্রিজটি ধসে পড়ে।

দুর্ঘটনায় আরিফ নামের এক যুবক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে দুর্ঘটনার পর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায়। প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লি এবং সাধারণ মানুষ চলাচল করতেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য দায়ীদের কোনো দায়িত্ববোধ নেই। বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. চুন্নু সরদার বলেন, তিনি আগেই গাছ ক্রেতা মাসুদ সরদারকে সতর্ক করেছিলেন। তবুও সতর্কতা উপেক্ষা করায় আজ পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে।

দুর্ঘটনার পর গাছ ক্রেতা ও শ্রমিকরা গাছ ফেলে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ব্রিজ সংস্কার বা বিকল্প চলাচল ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জনগণের চলাচলে যেন দুর্ভোগ না হয়, সে জন্য দ্রুত অস্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।