ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ও কাঁচা ইট ধ্বংস

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পরিবেশ দূষণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটাকে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানকে কেন্দ্র করে দুটি ইটভাটার অবৈধ স-মিল ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন পরিচালক মো. মুজাহিদুল ইসলাম ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যারা পরিবেশ দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।