ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি-২ আসনে দুই প্রার্থীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৯, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নোটিশ জারি করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা মো. আরিফ হোসেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল এবং আলোকসজ্জাসহ সব নির্বাচনী সামগ্রী অপসারণ করতে হবে। কিন্তু পরিদর্শন ও প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা গেছে, উক্ত দুই প্রার্থীর পোস্টার এখনও ঝালকাঠি ও নলছিটি শহরের বিভিন্ন স্থানে দৃশ্যমান।

নোটিশে আরও বলা হয়েছে, এটি ২০২৫ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, বিধি ৭ (ক) লঙ্ঘনের ঘটনা। প্রার্থীদের ১১ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য উপস্থিত হতে হবে। নলছিটি থানার ওসিকেও নোটিশের প্রতিবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম নিয়ামুল করিম ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সিরাজী বলেন, “আমার কর্মীরা সব পোস্টার অপসারণ করেছে, কিছু হয়তো অগোচরে থেকে গেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং লিখিত জবাব দেব।”

নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, প্রার্থীদের আচরণবিধি অনুসরণ না করলে নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণকারীর আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঝালকাঠি-২ নির্বাচনী এলাকা বর্তমানে এই বিষয় নিয়ে রাজনৈতিক আলোচনা ও নজরদারিতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।