ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে এক উঠান বৈঠকে দেওয়া এই বক্তব্য তার ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।
বক্তব্যে ড. ফয়জুল হক ধর্মীয় উপমা ও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার মাধ্যমে ভোটারদের কাছে তার দলের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে সমর্থন চান। তিনি বলেন, ‘একটা সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি দাঁড়ি পাল্লার দাওয়াত আল্লাহ কবুল করেন, তাতেই অনেক কিছু বদলে যেতে পারে।’
তিনি পুরুষ ভোটারদের উদ্দেশে বলেন, চা ও বিড়ির দোকানে গিয়ে সাধারণ আলাপের ছলে দাঁড়ি পাল্লার জয়জয়কার ছড়িয়ে দিতে। এতে অতিরিক্ত অর্থ খরচ না করেই বড় ধরনের খেদমত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
নারী ভোটারদের উদ্দেশে ড. ফয়জুল হক বলেন, পারিবারিক ও সামাজিক আড্ডাকেও নির্বাচনী প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। তিনি বলেন, প্রত্যেক নারী ভোটার যেন অন্তত ২০ জন নারীকে ফোন করে দাঁড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
নির্বাচনের দিন সম্পর্কে তিনি বলেন, ভোটের আগের রাতে না ঘুমিয়ে পরিবার-পরিজন নিয়ে ভোরে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা গেছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
