ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মনপুরায় ভোরে ভূমিকম্প, কেঁপে উঠল বসতবাড়ি ও স্থাপনা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৯, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হলে পুরো দ্বীপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ফলে বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন দালান-কোঠা কেঁপে ওঠে।

হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, ফজরের নামাজ চলাকালীন সময় হঠাৎ করে মসজিদ কাঁপতে শুরু করে। মুসল্লিরা স্পষ্টভাবে ভূকম্পন অনুভব করেন এবং অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনমনে আতঙ্ক থাকলেও এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।