ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বরিশাল বিএনপির ১১ নেতা

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৯, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে পূর্বে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি ঘোষণা করেছেন।

বহিষ্কৃতদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ৫নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী জাহানারা বেগম, ২৪নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা বেগম, ৩০নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি জেসমিন সামাদ শিল্পী, ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।

এর আগে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সম্প্রতি তাদের করা আবেদন বিবেচনা করে দলীয় নেতৃত্ব তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন এবং প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও দলীয় শৃঙ্খলা ও নিয়ম-কানুন রক্ষায় কঠোর নজর রাখা হবে। এমন পদক্ষেপ নেতাকর্মীদের মধ্যে ঐক্যবোধ ও দলের অন্তর্দলীয় সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।