ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের পথে যাবে: ডাঃ তাহের

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৭, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট ॥ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না—তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “দেশ আরেকটি পাতানো নির্বাচন বহন করতে পারবে না। এমন নির্বাচন হলে রাষ্ট্র আবার অস্থিতিশীলতার পথে যাবে।” তিনি মনে করেন, প্রশাসনের একাংশের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের কাছে জামায়াতের প্রত্যাশা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জামায়াত চায় একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বাস্তবে প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে—এমন অভিযোগ তারা তুলে ধরেছেন।

নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, দ্রুত নিরপেক্ষতা নিশ্চিত না করা গেলে জনআস্থার সংকট আরও গভীর হবে।

এদিকে, এনসিপিকে ১০টি আসন দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন ডা. তাহের। তিনি বলেন, “১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে।”

ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এটিকে নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাড়তি আগ্রহ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।