ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নামতে একের পর এক শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দেশজুড়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এসব সিদ্ধান্ত দেন।
ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে নিজ নির্বাচনী এলাকার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও আলোচনায় থাকছেন মির্জা ফখরুল।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই তালিকায় ঠাকুরগাঁও–১ আসনে নিজের নামও অন্তর্ভুক্ত ছিল।
ঢাকা–১৩ আসনে খেলাফত মজলিসের মামুনুল হক এবং বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র ও ছোট কয়েকটি দলের প্রার্থীদেরও বৈধতা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও–১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
