ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাতিলের খবরে এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর ডা. তাসনিম জারা ফেসবুকে দেওয়া এক ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন। এরপরই তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
তিনি জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার কারণে দলীয় অবস্থান থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার এই ঘোষণার পর থেকেই ঢাকা-৯ আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে থাকে।
মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের সুযোগ থাকায় এখনো নির্বাচনী দৌড়ে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডা. তাসনিম জারা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
