ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উন্নয়ন ও সমৃদ্ধি
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরির খবর
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জাতীয় সংসদ নির্বাচন ২০২৪
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েল-যুক্তরাষ্ট্র হুমকির জবাবে আগাম আঘাতের বার্তা তেহরানের

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৮, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান বিশ্বনেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর ধারাবাহিকতায় ইরানে হামলার হুমকি দেন ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েল ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়।

এই প্রেক্ষাপটে শত্রুপক্ষের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি করেছে ইরানের নতুন গঠিত ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’। মঙ্গলবার (৬ জানুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে।

কাউন্সিলের মতে, ইরান শুধু আত্মরক্ষামূলক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। বরং যেকোনো দৃশ্যমান হুমকি চিহ্নিত হলে আগাম পদক্ষেপ নেওয়া হবে। তারা জোর দিয়ে জানায়, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা প্রশ্নে কোনো আপস করা হবে না।

এই বিবৃতি আসে এমন এক সময়ে, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যাচাই করতে সামরিক মহড়া সম্পন্ন করেছে। একই সঙ্গে দেশজুড়ে চলছে তীব্র অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি ও মুদ্রার মান পতনের ফলে ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি স্বীকার করেছে, এই বিক্ষোভে তাদের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ইরানের সরকার উৎখাতের হুমকি দিয়েছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর গঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এবার প্রথমবারের মতো এমন আগাম সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিল। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আরও কঠোর ভাষায় বলেন, “যে আক্রমণ করবে, তার হাত আমরা কেটে দেব।”

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরানে নতুন করে হামলার বিষয়টি আলোচনায় এসেছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সেখানে ২০২৬ সালেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে।

বিশ্লেষকদের আশঙ্কা, এসব পাল্টাপাল্টি হুমকি মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।