ঝালকাঠি প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি জোরদারে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার দুইটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। তিনি ঝালকাঠির দুই আসনের প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
বিলকিস জাহান শিরিন বলেন, বেগম খালেদা জিয়া যাদের মনোনয়ন দিয়েছেন, তারা দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা। এই মনোনয়ন বিএনপির জন্য একটি ইতিবাচক বার্তা। এখন প্রয়োজন দলের ভেতরের সব বিভাজন ভুলে গিয়ে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মাধ্যমে নির্বাচনে ঝাঁপিয়ে পড়া।
তিনি বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, তাদের অবদান কোনোভাবেই অবমূল্যায়ন করা যাবে না। দলীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নির্বাচনে বিজয় সম্ভব নয়। একইভাবে ঝালকাঠি-২ আসনের প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
